শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘নমক ইশক কা’তে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়নি : মোনালিসা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

পশ্চিম বাংলার অভিনেত্রী অন্তরা বিশ্বাসের আরেক নাম মোনালিসা। মোনালিসা নামেই তিনি ভোজপুরি চলচ্চিত্রে সুপারস্টার। কালার্স টিভির ‘নমক ইশক কা’তে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি জানিয়েছেন এই সিরিয়ালে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়নি। এই ধারাবাহিকের কাহিনী চমচম নামের এক নর্তকীর। চমচম ওরফে কাহানি বিয়ে করে থিতু হতে চায় কিন্তু সমাজ তাকে গৃহবধূ হিসেবে মেনে নিতে চায় না। সিরিয়ালটির টিজারেই স্পষ্ট নাচনে ওয়ালির সামাজিক অবস্থান স্পষ্ট করে দেয়া হয়েছে। চমচমের ভূমিকায় অভিনয় করছেন শ্রুতি শর্মা। মোনালিসা বলেন, “এই ধারাবাহিকে নারীকে কোনোভাবেই পণ্য হিসেবে উপস্থাপন করা হয়নি। ট্রেইলারে যা দেখান হয়েছে তা একজন মঞ্চ নর্তকীর জীবনের কঠিন বাস্তবতা। এমন অনুষ্ঠানে গেলে আপনিও তা দেখতে পারবেন।” তিনি জানান সিরিয়ালে যা দেখান হচ্ছে তা এখনও সমাজে আছে। “তাই বলাই যায় আমরা এসব বড় করে দেখাচ্ছি না, বরং সমাজে যা আসলেও আছে সেই বাস্তব দৃশ্য দেখাচ্ছি। আমরা বিহারের একজন মঞ্চনর্তকী এমন বিরূপ পরিস্থিতির শিকার হয়েও শেষে এক অভিজাত পরিবারের পুত্রবধূতে প্রতিষ্ঠা পায়। একজন মঞ্চনর্তকীর রূপ চমচমের বহু রূপের একটি মাত্র।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন