শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মম ও রাশেদ সীমান্তর নাটক মানবতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

২৭ ডিসেম্বর বৈশাখী টেলিভিশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাত ৮টায় প্রচার হবে জাকিয়া বারী মম ও রাশেদ সীমান্ত জুটির নাটক ‘মানবতা’। এর আগে আল হাজেন পরিচালিত ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় ভারইরাল হন রাশেদ সীমান্ত। এ নাটক প্রচারের পরপরই আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। রাশেদ সীমান্তর মিডিয়া ক্যারিয়ার খুব বেশী দিনের নয়। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের অনুপ্রেরণাতেই মূলত তার অভিনয়ে আসা। তার অভিনীত নাটকগুলো হলো, যেই লাউ সেই কদু, ভাবীর দোকান, আমার বাবা, আমি রেকর্ড করতে চাই, প্লে গার্ল, ছোট ভাই, লাইলী মজনু, বরিশাল টু ঢাকা, জামাই বাজার, বউয়ের দোয়া পরিবহন এবং শিয়াল বাড়ি অন্যতম। রাশেদ সীমান্ত বলেন, আমি কাজ করি বেছে বেছে। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার জন্য অসংখ্য নাটকে কাজ করার পক্ষপাতী নই। ব্যতিক্রমী গল্প না হলে সাধারনত কাজ করি না। ‘মানবতা’ নাটকটি একেবারেই ব্যতিক্রম। অভিনয় করে তৃপ্তি পেয়েছি। বরাবরের মতো এ নাটকটিও দর্শকদের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার রচনায় ‘মানবতা’ নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন