মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দল ছেড়ে বেরিয়ে আসুন

বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধাদের প্রতি পানি উপমন্ত্রী শামীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধাদের দল ছেড়ে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একজন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা। সত্য বলার অপরাধে তাকে শোকজ করা হয়েছে। হাফিজ সাহেব নিজেই অভিযোগ করেছেন ‘বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোনঠাসা করতে একটি মহল সক্রিয়।’ শামীম বলেন, বিএনপিতে থাকা সকল মুক্তিযোদ্ধাদের বলতে চাই, যারা স্বাধীণতা বিরোধী জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে নিজ দলের মুক্তিযোদ্ধাদের অপমান-অপদস্ত করছে সে দলে থাকার দরকার নাই। কারণ মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্বিত ও জাতির শ্রেষ্ঠ সন্তান। কাজেই এই শ্রেষ্ঠ সন্তানদের যারা মূল্যায়ন করতে পারে না, তাদের সেখানে থাকার দরকার নাই বলে দেশবাসী মনে করে। আপনার স্বাধীনতা পক্ষের হাতকে শক্তিশালী করুন। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুর রাজ্জাক ও চট্টগ্রাম সিটির সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী’র স্মরণসভায় তিনি এ আহবান জানান।

এনামুল হক শামীম বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন। তাদের নেতৃত্ব বহুধাবিভক্ত। বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে গোপন সখ্য রাখায় বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই তারা এখন দলের ভেতরে থাকা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অপমান-অপদস্ত করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন