নরসিংদী সদর উপজেলায় আমদিয়া ইউনিয়নে বেলাটি গ্রামে প্রতিষ্ঠিত দারুল ওহী আইডিয়াল মাদরাসার ৬ষ্ঠ বার্ষিক পুরস্কার বিতরণ ও হিফয সমাপনী অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর হাবিবুর রহমান আকন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিয়া কাসেমিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মাহমুদুল হাসান আল মাদানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল ওহী আইডিয়াল মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য ও আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া রিপন, হাজী আবেদ আলী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল এ.কে. আহ্সান মাহবুব, দারুল ওহী আইডিয়াল মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য ও পলাশ শিল্পাঞ্চল কলেজের প্রফেসর মো. আব্দুর রশিদ, দারুল ওহী আইডিয়াল মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য ও প্রকল্প পরিচালক মো. জানে আলম, দারুল ওহী আইডিয়াল মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য মো. ইরফান হোসেন নাফি। দারুল ওহী আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ইমাম হোসেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন দারুল ওহী আইডিয়াল মাদারাসার প্রিন্সিপাল শায়েখ আবু আম্মার মোস্তফা কামাল মাদানী।
উক্ত অনুষ্ঠানে যে সকল হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান করা হয় তা হলেন হাফেজ শাহরিয়ার নাফিস, হাফেজ আবিদ হাসান ভূঞা, হাফেজ হামীদুর রশীদ ওমর, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ রাইয়ান, মোল্লা, হাফেজ নাফিউল ইসলাম ও হাফেজ মো. সিয়াম হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন