বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে বিএনপির সিলেট কমিটির আহ্বায়ক মেয়র আরিফ, সদস্য সচিব জীবন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ৭:২৪ পিএম | আপডেট : ৯:৪৯ পিএম, ২২ ডিসেম্বর, ২০২০

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছর ব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)। এজন্য ১০টিবিভাগীয় সমন্বয় ঘোষণা করা হয়েছে গুচ্ছ কমিটি। সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক করাহয়েছে সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে।এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াতহাসান জীবন। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদসম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্যখন্দকার মোশাররফ হোসেন বিভাগীয় কমিটিতে থাকা নেতাদের নাম ঘোষণা করেন। সিলেট বিভাগীয় আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেটফজলুল হক আসপিয়া, তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হকচৌধুরী। কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যান্য সদস্যরা হলেন-বিএনপির কেন্দ্রীয় সদস্য জি কে গোউছ, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিকসম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয়সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমানচৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামিম, খালেদা রব্বানী, নাছেররহমান, এবাদুর রহমান চৌধুরী, হাজী মুজিবুর রহমান চৌধুরী, শেখ সুজাত মিয়া,এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া চৌধুরী,এডভোকেট আবেদ রাজা, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদি ও আব্দুল লতিফ। এছাড়া জেলা ওমহানগর বিএনপির সভাপতি, সম্পাদক, আহবায়ক, প্রথম যুগ্ম আহাবায়ক ও সদস্য সচিবকে সদস্যরাখা হয়েছে কমিটিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন