আক্রান্ত বোধ করলে প্রতিরক্ষার পাল্টা ব্যবস্থা নেব : জেনারেল টাউনসেন্ড
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল টাউনসেন্ড রাশিয়া ও সিরিয়ার প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, রাশিয়ানদের জানিয়ে দিয়েছি আমরা কোথায় অবস্থান করছি এবং সিরিয়ানদেরও তা অবগত করাতে বলেছি। তাছাড়া সিরিয়ান বাহিনীকে চ্যালেঞ্জ করে বলেন, আমি বলে রাখতে পারি আক্রান্ত বোধ করলে নিজেদের প্রতিরক্ষার ভার আমরা নিজেরাই নিয়ে নেব। সিরিয়ান বিমান ও গোলন্দাজ বাহিনীর এক অভিযান চালানোর পর তিনি এসব কথা বলেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কুর্দিদের সাহায্য করতে ও সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেশটির উত্তরাঞ্চলে বিশেষ বাহিনীর কিছু সদস্য পাঠায়। গত বৃহস্পতিবার এই বিশেষ বাহিনীর ঘাঁটির কাছাকাছি দুটি সিরিয়ান এসইউ-২৪ যুদ্ধবিমান স্থল হামলা পরিচালনা করে। খবরে বলা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগর হাসাকেহতে এই ঘটনায় বর্তমানে সিরিয়া যে জটিল ও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে তা নির্দেশ করে, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই বিরোধী পক্ষ হয়ে যুদ্ধে লিপ্ত রয়েছে। লেফটেন্যান্ট জেনারেল টাউনসেন্ডই প্রথম সেনা কর্মকর্তা যিনি প্রকাশ্যে সিরিয়ান বাহিনীকে চ্যালেঞ্জ করলেন। তিনি আরো বলেন, তাদের প্রধান কাজ আইএসকে চাপের মুখে রাখা। তিনি বিশ্বাস করেন মার্কিন নেতৃত্বে যৌথ বাহিনী এক বছরের মধ্যে আইএস দমন করে ফেলতে সক্ষম হবে। ইন্ডিপেন্ডেন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন