শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমাকে বাঁচাতে হল সংখ্যা বাড়াতে হবে -আলীরাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আলী রাজ চলচ্চিত্রের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলচ্চিত্র নিয়ে তিনি হতাশ। তবে এর উন্নয়নে কি করা যায়, তা নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন, প্রথমত সিনেমা হলের সংখ্যা বাড়াতে হবে। আগে যেখানে ১২০০ সিনেমা হল ছিল, এখন তা কমে ৭০-৮০ তে নেমেছে। সিনেমাকে চাঙ্গা করতে হল সংখ্যা বাড়াতে হবে। অন্তত ২০০ থেকে ২৫০ সিনেমা হল লাগবে। এজন্য সমষ্টিগতভাবে পৃষ্ঠপোষকতা জরুরি। বিশেষ করে সরকার সহযোগিতা করলে তা দ্রæত সম্ভব হবে। হলগুলো আবার চালু করা গেলে এই শিল্পটা ঘুড়ে দাঁড়াবে। তিনি বলেন, অনেকে বলেন, আধুনিক সিনেপ্লেক্স বাড়লে সিনেমার উন্নতি হবে। এটা ভুল ধারণা। শুধু ঢাকা শহরে কিছু সিনেপ্লেক্স খুলে দিলেই হবে না। আমি মনে করি, সিনেপ্লেক্স দিয়ে চলচ্চিত্র বাঁচানো সম্ভব না। প্রান্তিক অঞ্চল ও মফস্বল এলাকায় সিনেমা হল দরকার। সেখানে নিশ্চয়ই মানুষ বেশি টাকা দিয়ে সিনেমা দেখতে যাবে না। তাদের জন্য মোটামোটি রকমের সিনেমা হল বানাতে হবে। আলীরাজ বলেন, ফিল্ল ইন্ডাস্ট্রি এখন কারও হাতে নেই। ইন্ডাস্ট্রি কারও নিয়ন্ত্রণে নেই। তবে আমরা সিনেমার লোকজন স্বপ্ন দেখতে পছন্দ করি। আশা করি, আবার আগের সেই সোনালী দিন ফিরে আসবে। এদিকে আলীরাজ এখন সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করছেন। ৩৬ বছর পর তিনি বিটিভির পিছুটান নামের একটি নাটকে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। রবি, সোম ও মঙ্গলবার রাত ৯ টায় নাটকটি প্রচার হচ্ছে। একই নির্মাতার হুলস্থুল টিভি নামের আরেকটি নাটকেও অভিনয় করছেন তিনি। এটি আরটিভিতে প্রচার হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন