শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৫২, মৃত্যু ১জন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ৬:০০ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৫২ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। দুপুর পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১০০ জন। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৬৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৮২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১০১ জন।

বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৫ জন, চাঁপাইনবাগঞ্জ তিনজন, নওগাঁ ৮ জন, নাটোরে তিনজন, জয়পুরহাটে পাঁচজন, বগুড়াতে ১৩ জন, সিরাজগঞ্জে ৯ জন, পাবনায় মোট ৬ জন শনাক্ত হয়েছে।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ৪৭৪ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৭৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮১৪ জন, নওগাঁয় ১ হাজার ৫০৫ জন, নাটোরে ১ হাজার ১৭২জন, জয়পুরহাটে ১ হাজার ২৭০ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৫২৪ জন ও পাবনায় ১ হাজার ৫৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৬৪ জন।

এর মধ্যে রাজশাহীতে ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, বগুড়ায় ২২২ জন, সিরাজগঞ্জে ১৭ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ৮২৩ জন করোনা আক্রান্ত রোগী।
এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ৪০৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৪১৪ জন, নাটোরে ৯৮৯ জন, জয়পুরহাটে ১ হাজার ২১০ জন, বগুড়ায় ৮ হাজার ৬০৭ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৪৬ জন ও পাবনায় ১ হাজার ২৫৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন