শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

এসএমই ঋণ প্রদানে এগিয়ে এলো ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি আগর চাষি ও উদ্যোক্তাদের জামানতবিহীন এসএমই ঋণ প্রদানে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এসএমই ফাউন্ডেশন। সুগন্ধি প্রসাধন তৈরিতে ব্যবহৃত হয় সম্পূর্ণ রফতানিকৃত পণ্য আগর। চুক্তি অনুসারে ব্র্যাক ব্যাংক এসএমই ফাউন্ডেশনের সহায়তায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আতর আগর ক্লাস্টারের আগর চাষি ও উদ্যোক্তাদের মধ্যে এসএমই ঋণ বিতরণ করবে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঢাকায় এসএমই ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক মহিউদ্দীন, হেড অব স্মল বিজনেস সৈয়দ আব্দুল মোমেন, শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব, এসএমই সেল খায়রুল কবীর মেনন, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এসএম শাহীন আনোয়ার, বাংলাদেশ আগর আতর উৎপাদন ও রফতানিকারক সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন এবং উক্ত সংস্থাগুলোর উর্ধ্বতম কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন