শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতের বিপর্যয় ভাবাচ্ছে অস্ট্রেলিয়াকেও!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ক্রিকেট বিশ্বে এখনো চলছে ভারতের ৩৬ রানে অলআউট হওয়ার আলোচনা। সময়ের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের এভাবে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় বিস্মিত অনেকেই। কেউ কেউ বলছেন এর প্রতিশোধ ভারত নেবে মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে শুরু টেস্টে। অনেকে আবার মনে করেন, এ ধাক্কা সিরিজে আর কাটিয়ে উঠতে পারবে না ভারত। বক্সিং ডে টেস্টের আগে এসব আলোচনার মধ্যেই প্রতিপক্ষকে একটি পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ভারতীয় ব্যাটসম্যানদের তিনি অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ভালোই করেছিলেন ভারতের ব্যাটসম্যানরা। পরে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অলআউট করে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিলেন ভারতের বোলাররা। কিন্তু তৃতীয় দিন সবকিছু যেন ভোজবাজির মতো পাল্টে যায়। প্যাট কামিন্স ও হ্যাজলউড মিলে ৯ উইকেট নিয়ে ভারতকে অলআউট করে দেন মাত্র ৩৬ রানে। যেটা দেশটির টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। অ্যাডিলেড টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্মিথ আজ ভারতের ব্যাটসম্যানদের উদ্দেশে বলেছেন, ‘যা হয়েছে, তা হয়ে গেছে। এটা নিয়ে পড়ে থাকার প্রয়োজন নেই। এগিয়ে যেতে হবে।’
অ্যাডিলেড টেস্টে ভারতের ব্যাটিং এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার বিশ্লেষণ চলছে চারদিকে। স্মিথের চোখে কারণটা কী? অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান তার দলের বোলারদের প্রশংসাই করলেন, ‘আমরা ফাস্ট বোলিংয়ের অসাধারণ এক প্রদর্শনী দেখেছি। পাঁচ বছরের মধ্যে মিলিতভাবে আমাদের বোলারদের এত ভালো বোলিং করতে এই ম্যাচেই দেখলাম।’ কামিন্স-হ্যাজলউডদের প্রশংসায় এখানেই ক্ষান্ত হননি স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এর সঙ্গে যোগ করেছেন, ‘তারা যে লেংথে বল করেছে, সেটা ছিল অসাধারণ। কখনো কখনো এমনটা হয়। একটা ভালো বলে আপনি ক্যাচ তুলে দেবেন। এসব নিয়ে বেশি ভাবতে নেই। এগুলো ভুলে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হয়।’
বিষয়টি কে কীভাবে নেবেন বা ভারতের ব্যাটসম্যানরা কী করবেন, তা তাঁদেরই ব্যাপার। স্মিথ হলে এসব নিয়ে না ভেবে সামনে এগিয়ে যাওয়াটাকেই ভালো মনে করতেন, ‘প্রত্যেক ব্যক্তিই আলাদা। ম্যাচ শেষে এভাবে অলআউট হওয়াটাকে তারা কীভাবে নেবে, এটা তাদের ব্যাপার। তবে সামনে এগিয়ে যাওয়াটা গুরুত্বপ‚র্ণ। কীভাবে আরও ভালো করা যায়, প্রত্যেককে সেটাই ভাবতে হবে।’
এমন একটি ঘণ্টা যখন অস্ট্রেলিয়ার পক্ষে গেছে সব কিছু, ভুলের বৃত্তে ডুবেছে ভারত। অ্যাডিলেডে প্রথম দুদিন এগিয়ে থাকলেও তৃতীয় দিনে মাত্র ৩৬ রানে গুটিয়ে বিরাট কোহলিরা পড়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে। বড় ব্যবধানে দিবারাত্রির টেস্ট হারা ভারতীয়রা আছেন ভীষণ চাপে। তবে অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লায়ন মনে করেন, বিশ্বসেরা স্কিলের মুন্সিয়ানা দেখিয়ে ঘুরে দাঁড়ানোর কঠিন হবে না ভারতের। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ঐতিহাসিক বক্সিং ডে টেস্টকে ঘিরে আমেজও চড়া। গতকাল অনুশীলন সেরে অফ স্পিনার লায়নের জোরালো কথা, ‘মেলবোর্নে কঠিন লড়াই হবে।’ তবে সেই লড়াই হতে হলে কোহলিবিহীন ভারতকে টেক্কা দিতে হবে সমানে সমান। লায়ন মনে করেন ভারতের স্কোয়াডে ম্যাচ জমিয়ে দেওয়ার মতন খেলোয়াড় এখনো আছে, ‘ওদের ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে আমি মনে করছি না। ভারতের দলে বিশ্বসেরা খেলোয়াড়রা আছে। তারা ম্যাচ ঘুরাতেই পারে।’
ভারতকে তাদের ইতিহাসের সবচেয়ে কম রানে আটকে দেওয়ায় অবধারিতভাবেই বাহবা পাচ্ছেন অজি পেসাররা। বাহবা পাচ্ছে টিম পেইনের পুরো দল। তবে এমন একটি পরিস্থিতি আবার তৈরি করা যাবে বলে কোনভাবেই মনে হয় না লায়নের, ‘ওই দিনে আসলে আমাদের সবই মিলে গেছে, আর ওদের সব ভুল হয়ে গেছে। ক্রিকেটে মাঝে মাঝে এরকম হয়ে যায়। আমার ধারণা আঘাত ভুলে মাঠে নামবে ভারত। দিতে চাইবে পালটা আঘাত। নতুন দিন, নতুন খেলা। আমার বিশ্বাস হয় না আবার ওদের আমরা ৫০ রানে শেষ করতে পারব।’
তিন পেসারের সঙ্গে স্পিন দিয়ে ভারতকে বেধে রাখার দায়িত্ব লায়নের। এই ক্লাসিক্যাল অফ স্পিনার জানালেন সব রকম প্রস্তুতি নিয়ে রাখছেন তিনি, ‘ভারত আমাকে আক্রমণ করতে চাইবে। আমি জানি ওরা পরিকল্পনা নিয়ে এগুবে। আমিও নিজেকে তৈরি রাখছি। ওরা আক্রমণ করলে কখন রক্ষণাত্মক হবো, কখনো আক্রমণাত্মক সেটা বুঝি। সেভাবেই এগুবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন