বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জিয়াকে ফিরিয়ে পদক ফেরানোর স্বপ্ন

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান বিচ গেমসের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পুরুষ কাবাডি দল। আর মহিলা কাবাডির সাফল্যও ধারাবাহিকই ছিল। তবে ২০১৪ সালে ফুকেট থেকে পদক বঞ্চিত হন বাংলাদেশের মেয়েরা। এবার সেই হারানো পদক পুনরুদ্ধার অভিযানে নেমেছেন কাবাডি কর্তারা। ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই গেমসে অংশ নিতে অনেক আগে থেকেই অনুশীলন শুরু করেছেন মহিলা কাবাডির সদস্যরা। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সাবেক তারকা খেলোয়াড় ও কোচ জিয়াউর রহমানের তত্ত¡াবধানে ১২ জনকে নিয়ে অনুশীলন চলছে। পদক পুনরুদ্ধারের জন্য ভারতীয় কোচ বনানী সাহার সঙ্গে ফেডারেশন থেকে কর্মকর্তারা যোগাযোগ করেছিলেন। ঢাকায় আসার জন্য ইতিমধ্যে ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। যার প্রেক্ষিতেই আগামীকাল ঢাকায় আসছেন বনানী সাহা। তার অধীনে উন্নততর প্রশিক্ষণ নিয়ে হারানো গৌরব পুনরুদ্ধার করতে চান ফেডারেশনের কর্তারা। যদিও নিষেধাজ্ঞা থাকায় এবারের দলে নেই নিয়মিত অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা এবং শিলা আক্তার।
অন্যদিকে বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ পুরুষ দলের পদক অক্ষুণœ রাখতে বদ্ধপরিকর ফেডারেশন। সে লক্ষ্যে অভিজ্ঞতা ও পারফরম্যান্সের ভিত্তিতে ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ফেডারেশন। প্রাথমিক দলে ডাক পাওয়া সদস্যরা হলেন- সেনাবাহিনীর আবুল কালাম আজাদ, রুহুল আমিন, রোমান হোসেন ও আনোয়ার হোসেন, নৌবাহিনীর জিয়াউর রহমান, তানজিল হোসেন, ফেরদৌস শেখ, আরদুজ্জামান ও তুহিন তালুকদার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জাকির হোসেন, সবুজ মিয়া, ইশতিয়াক আহমেদ ও জাহাঙ্গীর আলম, বিমানবাহিনীর এসএম আল মামুন ও সোলায়মান কবির, পুলিশের জুয়েল শিকদার, রোমানুজ্জামান ও ফয়সাল আহমেদ এবং জেলের সাজেদ হোসেন ও ফায়ার সার্ভিসের জুয়েল মÐল। ২০০৪ ও ’০৭ সালের বিশ্বকাপ কাবাডিতে ব্রোঞ্জপদক জিতেছিলেন লাল সবুজের খেলোয়াড়রা। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে তৃতীয় বিশ্বকাপ কাবাডি টুর্নামেন্ট। সে লক্ষ্যে আগামী শনিবার থেকে ঢাকা কাবাডি স্টেডিয়ামে কোচ সুবিমল চন্দ্র দাসের তত্ত¡াবধানে শুরু হবে জাতীয় দলের নিবিড় অনুশীলন। ক্যাম্পের ক’দিন পরেই প্রাথমিক স্কোয়াডের ২০ জনের তালিকা থেকে ১৪ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। তবে বনানী সাহা ঢাকায় চলে এলে পুরুষ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন জিয়াউর রহমান। দু’টি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে ফেডারেশনের সহ-সভাপতি ও ট্রেনিং অ্যান্ড সিলেকশন কমিটির চেয়ারম্যান নিজামউদ্দিন চৌধুরী পারভেজের কথা, ‘এশিয়ান বিচ গেমসে যেমন পদক পুনরুদ্ধারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তেমনি পদক ধরে রাখার প্রত্যয় রয়েছে বিশ্বকাপ কাবাডিতে। সে লক্ষ্যেই আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন