শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বৈশাখী টেলিভিশনের বিশেষ নাটক নজরবন্দী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর রাত ৯ টায় প্রচার হবে বিশেষ নাটক নজরবন্দী। নাটকরি রচনা করেছেন আহমেদ তাওকীর। পরিচালনা করেছেন সরদার রোকন। এতে অভিনয় করেছেন কেয়া পায়েল, সজল, শিল্পী সরকার অপু, জিদান, মিতু প্রমুখ। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে প্রতিবন্ধী এক অপরূপ সুন্দরী মেয়ে পাখির জীবনকে ঘিরে। পাখি বাউন্ডুলে এবং অনেকটাই বোকা স্বভাবের। পাখি হুটহাট করে বাইরে চলে গেলে মা মিনতি বেগমের ভয় হয়। তাই তার পা শিকলে বেঁধে আটকে রাখে। চারপাশে যেভাবে ধর্ষণ আর যৌন নির্যাতনের খবর শোনা যায় তাতে মিনতি বেগমের আতঙ্ক আরও বাড়ে। সে জন্যই পাখি মায়ের হাতে শিকলে বন্দী দিনের পর দিন। তবে পাখি জানালার পাশে বসে কল্পনায় পাখির মতোই উড়ে বেড়ায়। সেখানে পাখির আশ্চর্য এক সুন্দর জীবন। বাজারের পাশে মিনতি বেগমের ছোট্ট এক চায়ের দোকান। সেই দোকানের আয়েই সংসার চলে মা-মেয়ের। মিনতি বেগম শিকল পরা অবস্থাতেই পাখিকে নিয়ে দোকানের সামনে চোখের নজরেই বসিয়ে রাখে। কাজের ফাঁকে মা কখনওবা পাখির বিয়ে নিয়ে ভাবে। মিনতি বেগমের দোকানে আসা এক যুবক নিয়ামুল প্রতিদিনই হতবাক হয়ে পাখির দিকে তাকিয়ে থাকে। শহরে পড়াশোনা করা নিয়ামুল পাশের গ্রামের এক প্রভাবশালীর ছেলে। পাখিকে দোকানে না দেখলে সে চলে যায় তাদের বাড়িতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন