শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রিলেশন পার্ক গুড়িয়ে দিল ওয়াসা

দাবি ক্রয়কৃত জায়গা উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৯:০০ পিএম

হাটহাজারীর মদুনাঘাট কাপ্তাই রোডস্থ দীর্ঘদিনের কমিউনিটি সেন্টার, একটি হাসপাতাল গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ওয়াসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফার উপস্থিতিতে এসব স্থাপনা গুড়িয়ে দেয়ার কার্যক্রম শুরু হয় এবং বিকেল ৪টায় শেষ হয়। অভিযানের শুরুতে সরেজমিনে ফাহমিদা মোস্তফার কাছে জানতে চাইলে তিনি অভিযান শেষ হওয়ার আগে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে ওয়াসার এস্টেট কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম বলেন, এটা ওয়াসার ক্রয়কৃত জায়গা। নিয়মনুযায়ী আমরা দখলে নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড'র (পাউবো) কাছ থেকে চলতি বছর রেজিস্ট্রি করে নেয়া হয়েছে। এখানে কারো মালিকানা জায়গা নেই। রিলেশন পার্ক ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপারে তিনি বলেন, তারা দীর্ঘ কয়েকবছর আগে ১ বছরের জন্য লীজ নিয়ে বহুবছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন জায়গাটি। দ্বিতীয়ত তাদের সাথে আমাদের কোন ঝামেলা নেই। তাদের কোন মতামত থাকলে তা পানি উন্নয়ন বোর্ড দেখবে আমরা নই।

এদিকে লীজমুলে জায়গাটির মালিকানা দাবি করে সৈয়দ নেছার উদ্দিন বুলু বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়মনুযায়ী ইজারা দিয়ে এবং তাদের দেয়া নকশানুযায়ী হাসপাতাল, স্কুল ও কমিউনিটি সেন্টার নির্মাণ করে দখলে আছি। বিগত ২০১১সালে লীজ মেয়াদ শেষ হবার পূর্বে একটি কাল্পনিক অভিযোগ এলে দখল বুঝিয়ে দিতে বললে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট মামলা দায়ের করি। পরে উক্ত মামলা দেওয়ানী আদালতে বিচার্য মর্মে উল্লেখে এখতিয়ারগত কারণে খারিজের পর পর হাটহাজারী সহকারী জজ আদালতে অপর মামলা ৩১৪/২০১৫ দায়ের করি। মামলায় পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে পানি উন্নয়ন বোর্ড বিবাদী হিসেবে আপত্তি দাখিল করেন। বিজ্ঞ আদালত শুনানী অন্তে সার্বিক বিবেচনায় অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে শুনানী না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য বিগত ১৫ সালের ৬অক্টোবর আদেশ দেন।পানি উন্নয়ন বোর্ড চলতি বছরের ১০ নভেম্বর বর্ণনা দাখিলের জন্য সময় চান এবং আগামী ১১ মার্চ বর্ণনা দাখিল ও অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানীর জন্য দিন ধার্য্য আছে তাহলে কি মুলে প্রশাসনকে ব্যবহার করে মামলা চলমান ও কোন নোটিশ ছাড়া ওয়াসা এভাবে স্থাপনা গুড়িয়ে দিয়ে তা দখলে নেয়। তদুপরি ১৪ ডিসেম্বর আদালতের অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার বিষয়ে নগরীর বহদ্দারহাটস্থ নির্বাহী প্রকৌশলী-১ বরাবরে লিখিতভাবে অবহিত করি। কয়েক কোটি টাকার মালামাল ক্ষতি করেছে জানিয়ে তাদের বিরুদ্ধে আদালতে আদালত অবমাননা ও ক্ষতিপুরণ মামলা করবেন বলেও জানান তিনি। জানতে চাইলে ওয়াসার সার্ভেয়ার গোলাম সরোয়ার বলেন, অভিযানে ৫০ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫কোটি টাকা। অভিযোগের ব্যাপারে বলেন, আমরা আদালতকে সম্মান করি। মামলায় যে দাগ উল্লেখ রয়েছে তা উদ্ধারকৃত জায়গার সাথে কোন সম্পর্ক নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন