শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাতিয়ায় ইটভাটাকে জরিমানা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে অভিযান চালিয়ে আরএসএস ব্রিকস নামের একটি ইটভাটাকে দুই লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ভবিষ্যতের জন্য তাদের সর্তক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কাটাখালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন কোন প্রকার লাইসেন্স ছাড়া কাটাখালি এলাকায় আরএসএস ব্রিকস নামের একটি ইটভাটা পরিচালনা করে আসছিল। জ্বালানি কাজে ব্যবহৃত কাঠ ইটভাটায় পোড়ানো হয়। ইটভাটার কালো ধোঁয়ার কারণে পরিবেশের ব্যপক ক্ষতি হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, অভিযানকালে ইটভাটার মালিক এটিএম সিরাজ উদ্দিনকে পাওয়া যায়নি। পরবর্তীতে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন