বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের মত রাসূল (স.) ও ইসলাম নিয়ে আইন করলে কটূক্তি বন্ধ হবে-পীর সাহেব চরমোনাই

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তির বিষয়ে যে ডিজিটাল আইন হয়েছে, রাসূল (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তির বিষয়ে অনুরূপ আইন করলে নাস্তিক, ব্লগার ও ইসলামবিরোধীরা কটূক্তির সাহস পেত না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গতকাল এক বিবৃতিতে একথা বলেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কটূক্তির জন্য যাবজ্জীবন কারাদ- ও ১ কোটি টাকা জরিমানার আইনের খসড়া অনুমোদন করা হলেও আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং আল্লাহ পাকের একমাত্র মনোনীত জীবন বিধান ইসলাম নিয়ে কটূক্তির বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান পাস না করে লঘুশাস্তির বিধান করায় নবী-রাসূল (সা.), কুরআন-হাদিসের দুশমনরাই বেশী লাভবান হবে। সরকারের এই অবস্থান দ্বারা রাসূল (সা.) ও ইসলামকে খাটো করা হয়েছে, নাউজুবিল্লাহ। এতে করে দেশের ৯২ ভাগ মুসলমান স্তম্ভিত ও ব্যথিত। তিনি বলেন, আমি সরকারকে অনুরোধ করব আল্লাহ, রাসূল, কুরআন-হাদীস এবং ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাস করে ইসলামের সম্মান রক্ষায় কার্যকরি ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় ঈমানদার জনতা এটা সহজভাবে নেবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন