বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশের প্রতিটি নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে

৪২ নাগরিকের অভিযোগ ‘ভিত্তিহীন, অসত্য ও অনভিপ্রেত’ : সংবাদ সম্মেলনে সিইসি নুরুল হুদা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম


নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪২ নাগরিকের ‘গুরুতর অসদাচরণের’ অভিযোগকে ‘ভিত্তিহীন, অসত্য ও অনভিপ্রেত’ বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে- তাই বিষয়টি স্পষ্ট করতে এ সংবাদ সম্মেলন। ইসিকে দায়ী করে যে বক্তব্য দেয়া হয়েছে তা অনভিপ্রেত ও আদৌ গ্রহণযোগ্য নয়।

লিখিত বক্তব্যের বাইরে কোনো প্রশ্ন নেননি সিইসি নূরুল হুদা। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে প্রেসিডেন্টের কাছে আবেদন করেছেন ৪২ জন নাগরিক। গত ১৪ ডিসেম্বর প্রেসিডেন্টের কাছে এই চিঠি পাঠানো হয় বলে জানানো হয়েছে।

৪২ জন নাগরিকের পক্ষে ওই চিঠিতে সাংবিধানিক এই সংস্থার (ইসি) বিরুদ্ধে অভিযোগ তদন্তে বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানানো হয়। চিঠিতে উল্লেখ করা অভিযোগগুলোর বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে সিইসি কে এম নূরুল হুদা বলেন, প্রশিক্ষণ ব্যয়ে আর্থিক অনিয়মের ‘কোনো সুযোগ নেই’। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তা ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’। নিয়ম বহির্ভূতভাবে বিলাসবহুল গাড়ি ব্যাবহারের অভিযোগও ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল করতেই ইভিএম ব্যবহার করা হচ্ছে। ইভিএম ক্রয়ের সাথে সরাসরি নির্বাচন কমিশন যুক্ত নয়। সুতরাং বিবৃতিতে যা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা অসত্য।

সিইসির দাবি জাতীয় ও স্থানীয় নির্বাচনে অসদাচরণের যে অভিযোগ আনা হয়েছে তা অসত্য। ২০১৮ সালের নির্বাচন বিদেশি ক‚টনীতিকরা পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন নিয়ে অভিযোগ তোলেননি। গণমাধ্যমও কোনো অভিযোগ করেনি। বরং অনিয়মের কারণে বহু স্থানীয় নির্বাচন বাতিল করা হয়েছে। তার দাবি তুমুল প্রতিদ্বন্দ্বিতায় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি পদে ২-৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট পড়েছে ৬০ থেকে ৮০ ভাগ। নির্বাচনের প্রতি জনগণের আস্থা চলে গেছে এ খবর ভিত্তিহীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (12)
Omar Faruk ২৫ ডিসেম্বর, ২০২০, ২:৩৫ এএম says : 0
মানুষ এত নির্লজ্জ হয় কেমন করে।এরাকি লজ্জাতেও ফরমালিন দিয়ে রাখে নাকি।
Total Reply(0)
Jamal Hossain ২৫ ডিসেম্বর, ২০২০, ২:৩৬ এএম says : 0
সিইসি কি লোকালয়ে থাকেন নাকি গহীন জঙ্গলে থাকেন?
Total Reply(0)
Noym Uddin ২৫ ডিসেম্বর, ২০২০, ২:৩৬ এএম says : 0
এই লোকের লজ্জা-শরম বিবেক মনে হয় যেন কুকুরে খেয়ে ফেলেছে।
Total Reply(0)
Md Shahjahan ২৫ ডিসেম্বর, ২০২০, ২:৩৭ এএম says : 0
প্রতিটি নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। কথা ঠিক! কোথাও নৌকা জয়ী হচ্ছে, কোথাও আওয়ামীলীগ জয়ী হচ্ছে।
Total Reply(0)
Mahadi Hassan Afif ২৫ ডিসেম্বর, ২০২০, ২:৩৮ এএম says : 0
অবশ্যই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আওয়ামিলীগের নেতা-নেত্রীরা কে কাহার চেয়ে রাতে আলোতে বেশি ভোট দিয়ে ব্যালট বাক্সে ভরতে পারে
Total Reply(0)
Ahmed Faysal ২৫ ডিসেম্বর, ২০২০, ২:৩৯ এএম says : 0
জ্বী স্যার! এইগুলা ষড়যন্ত্র মূলক উক্তি ছাড়া কিছুই নয় ।আপনার বলিষ্ঠ নেতৃত্বেই প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতা মূলক হইছে এইটা আসলে সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
Total Reply(0)
Nannu chowhan ২৫ ডিসেম্বর, ২০২০, ৫:৫৭ এএম says : 0
Amar eaita eakhono bodhogommo hoy na je inquilab er moto
Total Reply(0)
mozibur binkalam ২৫ ডিসেম্বর, ২০২০, ৭:১৫ এএম says : 0
এমন নির্বাচন কমিশন বাংলাদেশ ও গণতন্ত্র কামী মানুষের জন্য দুর্ভাগ্য জনক।
Total Reply(0)
Ibrahim Manik ২৫ ডিসেম্বর, ২০২০, ৭:৪১ এএম says : 0
মিথ্যা কথা বলার একটা সীমা থাকা উচিৎ। না জানি আল্লাহ এই লোকের জবান বন্ধ করে দিয়ে লাঞ্ছনার জীবন দান করেন আর কবরের জীবন তো বাকী রইলো
Total Reply(0)
Mofizur Rahaman ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:১২ এএম says : 0
মানুষ যে এতটা নির্লজ‍্য হতে পারে তা আগে জানতামনা।১৮ কোটি মানুষের সামনে এতোবড় ভোট জালিয়াতি (মিড নাইট) করার পর এই ভাবে অস্বীকারে আল্লাহর আঢ়স পর্যন্ত কাপছে।আল্লাহ্, তোমার কাছে বিচার দিলাম।নিশ্চয়ই তুমি ন‍্যায় বিচারক।
Total Reply(0)
shamim ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:৫৯ এএম says : 0
কোন নির্বাচনই সুষ্ট হয় নাই!
Total Reply(0)
Shamim uddin ২৫ ডিসেম্বর, ২০২০, ৯:২০ পিএম says : 0
পৃথিবীর বুকে এত নিলজ্জ মানুষ আছে কিনা জানা নাই।চাটুকার নিবোধ বেশরম কমিশনার।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন