শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মৃত্যুর পূর্বে ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন ফেঞ্চুগঞ্জের ভাইস চেয়ারম্যান সেলিনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ৫:৫৭ পিএম

ইন্তেকাল করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন। আজ শুক্রবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ঢাকার একটি হাসপাতালে তিনি। কিন্তু মৃত্যু পূর্বে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছিলেন চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন। এখন সেই স্ট্যাটাস নিয়ে তোলপাড় চলছে সর্বত্র। ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে তার জীবনের অপ্রকাশিত কথার গুলোর ইঙ্গিতপূর্ণ আকুলতা ও শঙ্কা। এতে করে উদ্রেক হচ্ছে নানা প্রশ্ন। সেলিনা ইয়াসমীনের নিজস্ব ফেসবুক আইডি’র (সেলিমা ইয়াসমীন) প্রোপাইলে গত ৫ই ডিসেম্বর ছড়িয়ে পড়া স্ট্যাটাসে নিজের ক্ষতির ঈঙ্গিত করে একটি স্ট্যাটাস প্রদান করেছিলেন তিনি। স্ট্যাটাসে লিখেন- “আমি বার বার বলছি আমি বিভিন্ন ভাবে মানুষের চাপের মুখে আছি। আমিও একজন মানুষ। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। যদি আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক অবস্থার কোন ক্ষতি হয় তার জন্য মাত্র ৩ জন মানুষ দায়ি থাকবে। সমস্থ প্রমাণ আমার মেয়ের কাছে আছে, যথোপযুক্ত সময়ে আমার মেয়ে আপনাদের সামনে উপস্থাপন করবে। মনে রাখবেন ৩ জন মানুষই এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমার ও আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।” গুরুতর অসুস্থ হওয়ার আগেই এ পোস্টটিই ছিল তার সর্বশেষ। এরপর হাসপাতালে ভর্তি, চিকিৎসা ও মৃত্যু। এ ব্যাপারে সেলিনা ইয়াসমিনের চাচাতো ভাই ফুজায়েল ইসলাম মুহিতের জানান ঐ পোস্ট দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেকারনে বিস্তারিত কিছুই জানেন না তারা। তবে স্থানীয় এলাকার একাধিক ব্যক্তি এ পোস্টটি তদন্তের দাবী করছেন। এর মধ্যে দিয়ে অনেক অপ্রকাশিত সত্য বেরিয়ে আসতে পারে। হয়তো লুকায়িত এমন কোন ঘটনা ছিল, যার কারনে মৃত্যুর মুখে পতিত হন জনপ্রিয় মেধাবী এ জনপ্রতিনিধি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন