শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যারাডোনাও পেলেন বড়দিনের শুভেচ্ছা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

মধুর বড়দিন কাটার কথা লিওনেল মেসির। এক ক্লাবের হয়ে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে ফিরেছেন দেশে, পরিবারের কাছে। সেখানে স্ত্রী-সন্তানকে নিয়ে বড়দিনের ছুটি কাটাচ্ছেন বার্সেলোনা তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি-রোকুজ্জো দম্পতির এমন একটি ছবি ভাসছে।
বড়দিনের উৎসব বরাবরই উপভোগ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার করোনা মহামারির কারণে সবাইকে অবশ্য সাবধান থাকতে হচ্ছে। কিন্তু ঘরে বসে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি জুভেন্টাসের পর্তুগিজ তারকা। ইনস্টাগ্রামে সবার সুস্বাস্থ্য কামনা করে রোনালদো লিখেছেন, ‘শুভ বড়দিন! ভালোবাসা, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা রইল।’
লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ পরিবার নিয়ে ক্রিসমাস ট্রি-র পাশে বসে একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে ক্রিসমাস ট্রি-র ইমো পোস্ট করেন তিনি। পিএসজি তারকা নেইমার বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন একটু ব্যতিক্রমভাবে। স্পেসস্যুট পরা ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘শুভ বড়দিন, সাহসীরা!’ চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রবের্ত লেভান্দোভস্কি, থিয়াগো আলকান্ত্রা, অ্যাঞ্জেল ডি মারিয়ারা তাঁদের পরিবারের সঙ্গে ক্রিসমাস ট্রি-র সামনে তোলা ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে তার মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে দুঃখ দেওয়া জার্মান তারকা মারিও গোটশের টুইট, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বন্ধুরা আজকের দিনটি ভালোবাসা উদযাপনের। এই বছরটা আমাদের কাছে একেবারেই ভিন্ন। আমরা যেভাবে উদযাপন করে অভ্যস্ত, এই সময়টা তেমন নয়। সবার শান্তি, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করছি। আশা করছি ২০২১ সাল আরও ভালো কিছু বয়ে আনবে।’
পেলের কথা উঠলে ম্যারাডোনার প্রসঙ্গও চলে আসে। আর্জেন্টাইন কিংবদন্তি তো কাউকে বড়দিনের শুভেচ্ছা জানাতে পারবেন না। কিংবা অন্যলোক থেকে শুভেচ্ছা জানালেও তা হয়তো এই বিশ্বসংসারে এসে পৌঁছাবে না। তবে ভক্তরা তাঁকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে তার অন্যতম বড় ভক্ত, তার-ই মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা বড়দিনে বাবাকে স্মরণ করে টুইট করেন, ‘চিরকাল ভালোবাসি।’
ভক্তদের একদম মনের কথা!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন