শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সালাহ যেতে চাইলে আটকাবে না লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

লিভারপুল ছাড়তে চাইছেন মোহামেদ সালাহ। বেশ কিছু দিন থেকে এমন গুঞ্জনই চড়া ফুটবল পাড়ায়। তাও আবার সম্ভাব্য গন্তব্য হিসেবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নামই শোনা যাচ্ছিল। মূলত কিছু দিন আগে স্প্যানিশ গণমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহর চুক্তির ব্যাপারটা সম্পূর্ণ ক্লাবের হাতে বলে জানিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। গুঞ্জনটা মূলত তখন থেকেই শুরু হয়। অন্যদিকে বার্সেলোনা ও রিয়াল তাকে টানার আগ্রহ দেখালে গুঞ্জন আরও ডালা মেলে। অনেক দিন থেকেই এ মিসরীয় তারকার উপর নজর দল দুটির। কিন্তু এ সব ধরণের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ। দলের সেরা তারকার লিভারপুল ছাড়তে চাওয়ার কোনো কারণ দেখেন না, তবে যেতে চাইলে মিসরীয় ফরোয়ার্ডকে ধরে রাখতে জোর করা হবে না বলেও জানিয়েছেন এই জার্মান।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়নের বিপক্ষে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে মাঠে নামার আগে প্রিয় শিষ্যর দলবদ নিয়ে ক্লপ বললেন, ‘মো (সালাহ) ভালো ছন্দ, কাঠামো ও গতিতে রয়েছে। এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই। অবশ্যই (আজ) তাকে আপনারা মাঠে অনেক হাসতে দেখেছেন। লেখার জন্য বাকি সবাইও খুব ভালো অবস্থায় আছে। আভ্যন্তরীণভাবে বলার মতো কিছু নেই।’
সম্প্রতি স্প্যানিশ পত্রিকা এএসকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রশংসা করেন সালাহ। তিনি লিভারপুল ছাড়তে চাইছেন ব্রিটিশ মিডিয়ার এমন জল্পনা-কল্পনায় তা নতুন মাত্রা যোগ করে। এরই জের ধরে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ক্লপ। তার কাছে গল্পটা মনে হয়েছে ভিত্তিহীন, ‘আমার মনে হয়, এই মুহূর্তে লিভারপুল ছাড়তে চাওয়ার একমাত্র কারণ আবহাওয়া। এই ছাড়া আর কী কারণ থাকতে পারে? এটা বিশ্বের বড় ক্লাবগুলোর একটি, আমরা ভালো অর্থ দিচ্ছি... অসাধারণ সমর্থকদের সঙ্গে আমাদের দারুণ একটা স্টেডিয়াম আছে।’ তবে যেতে চাইলে বাধা দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিন দশকের অপেক্ষা শেষে গত মৌসুমে লিভারপুলকে লিগ শিরোপা এনে দেওয়া ক্লপ, ‘কাউকে থাকতে জোর করা যায় না... আমরা পরিবর্তন আনি এবং খেলোয়াড় দলে টানি। কেউ যেতে চাইলে অবশ্যই আমরা তাকে আটকে রাখতে পারি না। তবে আমি বুঝতে পারছি না কেন কেউ যেতে চায়।’
আগের রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৭-০ গোলের উড়ন্ত এক জয় পেয়েছে লিভারপুল। সে ম্যাচে বদলী নেমে জোড়া গোল করেছেন সালাহ। পাশাপাশি সতীর্থ কে দিয়েও করিয়েছেন একটি গোল। আসরের সর্বোচ্চ ১৩ গোল তারই। আর সে জয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৭-২ গোলে হারের বেদনা ভুলেছেন ক্লপ, ‘৭-০ এর মতো নম্বর আপনি খুব বেশি দেখবেন না। (প্যালেস) ম্যাচের পর আমরা ওই (ভিলার) ম্যাচের ভাবনা বাতিল করেছি। ছেলেদের চালিয়ে যাওয়ার জন্য আমরা সেই ম্যাচ খুব বেশি উল্লেখ করিনি। এটা কোনো মানদন্ড নয়। একটি ভাল দিন, দারুণ সমাপ্তি। খেলাটি কঠিন ছিল এবং ছেলেরা এটা বুঝতে পেরেছে।’
মাসের শুরুর দিকে ডেনমার্কের দল মিতউইলানের বিপক্ষে ১-১ ড্র ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা বনে যান সালাহ। ক্লপের যুক্তি, কোনো লিগে বা দলের হয়ে খেলতে চাওয়ার মানে এই নয় যে, তা লিভারপুল ছাড়তে চাওয়ার ইচ্ছা, ‘বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে খেলছে না এমন যে কোনো খেলোয়াড়কে এই দুই দলে একদিন খেলার ইচ্ছে আছে কি না, জিজ্ঞেস করলে সে কি বলবে, ‘না, স্প্যানিশ ফুটবল আমার জন্যে না,’ সে কেন এটা বলবে? সালাহ অবশ্যই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তবে এই গল্পটা এমন নয়।’
শিরোপা ধরে রাখার অভিযানে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে। ঘরের মাঠে আজ তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন