শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিচারপতি আবু সাইদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার এসোসিয়েশন) সাবেক সম্পাদক এবং অবসরপ্রাপ্ত বিচারপতি আবু সাইদ আহমেদ ইন্তেকাল করেছেন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস (কাজল)।

গতকাল শনিবার বাদ জোহর সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিচারপতি আবু সাইদ আহমেদ ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০২ সালের ৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হন। ২০০৩ সালের ২৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর নেন। ১৯৮৪-১৯৮৫ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। বিচারপতি আবু সাইদ আহমেদের ছেলে ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ শিবলী পরবর্তীতে ২০১৪-১৫ সেশনে বারের কোষাধ্যক্ষ ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন