শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

১৯ প্রতিষ্ঠান পাচ্ছে প্রেসিডেন্ট শিল্প উন্নয়ন পুরস্কার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৫:৪৯ পিএম

দেশের ১৯টি সেরা শিল্প প্রতিষ্ঠানকে ‘প্রেসিডেন্ট শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’-এর জন্য মনোনীত করেছে শিল্প মন্ত্রণালয়। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারে মনোনীত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ৩টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ২টি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম।

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতি বছর প্রেসিডেন্ট শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন