বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করুন

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। তথ্য-প্রযুক্তির ব্যবহার ছাড়া আধুনিক জীবন অস্তিত্বহীন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করেছে সহজ। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের নগর সভ্যতা পর্যন্ত প্রতিটি স্তরে যে পরিবর্তন সাধিত হয়েছে তা প্রযুক্তিরই অবদান। বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে এখন দক্ষ তথ্য-প্রযুক্তি জানা জনশক্তির প্রয়োজন। এর ধারাবাহিকতায় আমরা যদি জনসংখ্যাকে তথ্য-প্রযুক্তি শিক্ষায় দক্ষ করি, তাহলে আমাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে বিশ্বের উন্নত দেশসমূহে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারব এবং এর ফলে আমাদের যে বেকারত্ব সমস্যা আছে তা দূর করা যাবে। একজন শিক্ষিত বেকার যুবককে দক্ষ জনশক্তির অংশ করা যাবে, যদি তাকে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। তাই আমাদেরকে তথ্য-প্রযুক্তি নির্ভর দক্ষ জনবল তৈরি করতে হবে, যারা বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি দেবে।

মো. হাছনাইন আহমেদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন