বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মদ তৈরি ও বিক্রির অপরাধে ৩ জনের কারাদন্ড

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নাটোরে চোলাই মদ তৈরি ও বিক্রয়ের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানাসহ ৩ জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৫ সূত্রে জানা যায়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে গতকাল গুরুদাসপুর থানার গজেন্দ্র চাপিলা ও মহারাজপুর পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৩শ’ লিটার চোলাই মদ, ৫০টি মাটির তৈরি চোলাই মদ রাখার পাত্র ও ১০০ লিটার পচা ভাতসহ সুকুমার রায়, শংকর গোবিন্দ ও ওপেন পাহানকে আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা আক্তার নাটোর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পূর্বক গ্রেফতারকৃত সুকুমার রায় (৪০) ও শংকর গোবিন্দ প্রত্যেককে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ওপেন পাহানকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন