বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আন্দোলনের কৌশল হিসেবেই নির্বাচনে বিএনপি

নাটোরে দুলু

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে দেশে যা চলছে সেটা গণতন্ত্রের জন্য উপযোগী নয়। এই মুহূর্তে আমরা যারা বিরোধী দল করছি বা ভিন্ন মত পোষণ করছি, আমরা আমাদের কথা বলতে পারছি না। আমাদের সভা, সমিতি, সমাবেশ এ সব করতে দেয়া হয় না।

তিনি আরো বলেন, এখন দলীয় প্রতীকে পৌর নির্বাচন চলছে। কিন্তু আমাদের প্রার্থীরা ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া হয়েছে। অতীতে যে কটা নির্বাচন এই সরকারের অধীনে হয়েছে, তা থেকে তো আমরা দেখেছি নির্বাচনের ফলাফল কী হবে। কিন্তু আমরা যেহেতু গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাই আমরা মনে করেছি যে, এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করাটাই সবচাইতে উপযুক্ত কাজ। আর সে কারণেই আমরা নির্বাচনে গেছি। আন্দোলনের কৌশল হিসেবেই পৌর নির্বাচনে বিএনপি। গত শনিবার রাত ৮টায় শহরের বড়গাছা এলাকায় বিএনপি নাটোর পৌর শাখার এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন দুলু। শহর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরোও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র বাবুল চৌধুরী, বিএনপি নেতা সুজাউল মতিন প্রমুখ। দুলু বিএনপি নেতাকর্মীদের পৌর নির্বাচনে প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন