মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে কোভিড-১৯ শনাক্তে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৯:২৬ পিএম

শেরপুরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত করতে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন করেন সিভিল সার্জন আনওয়ারুর রউফ।

সিভিল সার্জন এম আনওয়ারুর রউফ জানান, আজ পর্যন্ত জেলায় ৫৫৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২০ জন সুস্থ হয়েছেন। আর ১২ জনের মৃত্যু হয়েছে।
এখন থেকে কোভিড-১৯ সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহের পর মাত্র ৩০ মিনিটের মধ্যেই ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানা যাবে। করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার প্রথম থেকে সপ্তম দিনের মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড বুথে উপস্থিত হয়ে যে কেউ নমুনা দিতে পারবেন।

অ্যান্টিজেন পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২৫০টি কিট দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. হাফিজুর রহমান বলেন, আজ অ্যান্টিজেন পরীক্ষার জন্য ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে তাঁদের সবার করোনা নেগেটিভ ফল এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন