বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কৃষকদের দাবি আদায়ে আইনজীবীর আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে আত্মহত্যা করেছেন এক আইনজীবী। ওই আইনজীবীর নাম অমরজিৎ সিং। তার বাড়ি পাঞ্জাব রাজ্যের ফাজলিকা জেলার জালালাবাদে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার রাজধানী দিল্লির উপকণ্ঠে তিকরি সীমান্তের কাছে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তার জীবনদানের বিনিময়ে যাতে জনগণের কণ্ঠস্বর মোদি সরকার শুনতে বাধ্য হয়, সে জন্যই তার আত্মত্যাগ বলে চিরকুটে লেখা রয়েছে। পুলিশ বলছে, বিষপানে আত্মহত্যা করেছেন অমরজিৎ। হরিয়ানা রাজ্যের রোথাক শহরের একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত চলতি মাসের প্রথম দিকে দিল্লির সিংঘু সীমান্তের কাছে আত্মহত্যা করেন ৬৫ বছর বয়সী শিখ ধর্মপ্রচারক ও আন্দোলনকারী সন্ত রাম সিং। মৃত্যুর আগে চিরকুটে তিনি লেখেন, কৃষকদের দুরবস্থা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ওই ঘটনার কয়েক দিন পর পাঞ্জাবের এক কৃষক আত্মহত্যা করেন। দিল্লির সীমান্তের কাছে একটি বিক্ষোভস্থল থেকে বাড়ি ফিরে তিনি আত্মহত্যা করেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন