শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাভারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজী, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৪:৪৬ পিএম

ঢাকার সাভারে পুলিশ পরিচয়ে টাকা নেয়ার সময় মোহাম্মদ হোসেন নামের এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে অটোরিকশা চালকরা।
মঙ্গলবার সাভারে বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে চাঁদা আদায়কালে এঘটনা ঘটে।
আটক চাঁদাবাজ মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকের হাট থানার চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছে মোহাম্মদ হোসেন। আজও তিনি চাদাঁ আদায় করতে আসেন। চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামের এক রিকশা চালককে মারধর করেন। এসময় রিকশাচালকসহ স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহত অবস্থায় আটক চাঁদাবাজকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তিনি আরও বলেন, আটক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন