শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৭:০৪ পিএম

জামালপুরে চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচার এবং চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করার দাবিতে ময়মনসিংহের সব সরকারি হাসপাতালে সেবা দেওয়া বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এ কারণে চিকিৎসা সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। তবে জরুরি বিভাগ চালু রয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি মতিউর রহমান ভূইয়া জানান, হামলার বিচার দাবিতে প্রাইভেট প্যাকটিস ও আউট ডোর সেবায় কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগের দিন মঙ্গলবারও জেলায় একই দাবিতে প্রাইভেট প্যাকটিস বন্ধ রাখেন চিকিৎসকরা। জেলা বিএমএ-এর আহŸানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
প্রসঙ্গত, গত শুক্রবার অসুস্থ এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে বহিরাগতদের হামলা, ভাংচুর, মেডিকেল অফিসারকে মারধর এবং বহিরাগত ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের সময় এক স্বাস্থ্য কর্মকর্তাকে নির্যাতনের ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন