বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

কুরআন শিক্ষা মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লবের প্রচেষ্টা চালাতে হবে -ইসলামী ঐক্য আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:৪৮ পিএম

ব্যক্তি ও সমাজ জীবনে কুরআন শিক্ষা ও চর্চার মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লবের প্রচেষ্টা চালাতে হবে। কুরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকায় আজ নানারকম সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে । এই সামাজিক অবক্ষয় রোধ করার একমাত্র মহৌষধ কুরআনিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর কুরআনিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ঘরে ঘরে কুরআনের শিক্ষা ও চর্চা বাড়াতে হবে। কুরআনের ভাষায় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এ ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি দৃঢ. বিশ্বাস, সৎ আমল, ভাল কাজের আদেশ ও বিপদ-আপদে ধৈর্য্য ধারণ করতে হবে। এই চারটি কাজ যারা করবে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। কুরআন শরীফকে ভালোভাবে শিক্ষা করা তিলাওয়াত করব এবং এর মর্ম অনুধাবন করতে হবে।এই লক্ষ্য অর্জনে গোটা মুসলিম সমাজকে এগিয়ে আসতে হবে। অন্যথায় বাঁচার কোনো উপায় নেই। সম্প্রতি ডেমরা থানা ইসলামী ঐক্য আন্দোলনের এক কর্মীসভায় ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন। বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশিরুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মাওলানা আবু আহনাফ ও অর্থ সম্পাদক কামরুল ইসলাম বাবুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন