শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:১০ এএম

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তারা ভারতীয় একটি গোয়েন্দা কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বুধবার ভারতের সেনাবাহিনী কোনো প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ছোড়ে বলে দাবি করা হয়। এতে পাকিস্তানি এক সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সকে (আইএসপিআর) উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, খুইরাত্তা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনারা। এর উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। এ সময় ভারতীয় সেনাবাহিনীতে লোকবল ও সরঞ্জামের বেশ ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে তীব্র গুলি বিনিময়ের সময় ৩৫ বছর বয়সী সেনা সদস্য সিপাহি ফজল ইলাহি শহীদ হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন