শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:০৯ এএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এই দিন হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। ’৯০ এরশাদ ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে গেলে ’৯১ সালের ১ জানুয়ারি মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে দলটি পুন:জন্ম লাভ করে। তবে রাজনৈতিক মতভেদের কারণে দলটি বেশ কয়েকবার ভাঙ্গনের কবলে পড়েছে। এখনো জাতীয় পার্টির চার ধারায় ব্যাকেটবন্দী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দলটি বিভিন্ন কর্মস‚চি গ্রহণ করেছে। এদিন সকাল ৯টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সন্ধ্যা জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক এবং পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

জাতীয় পার্টির (জাফর) :এদিকে জাতীয় পার্টি (জাফর) পৃথকভাবে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। দলের মহাসচিব আহসান হাবিব লিংকন জানান, দিবসটি উপলক্ষ্যে কুমিল্লায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের কবর জেয়ারত এবং ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২০ দলীয় জোটের নেতারা আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন