বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে ২০ পাহাড় কাটায় ৫০ কোটি টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:০৯ এএম

চট্টগ্রামে অবৈধভাবে ২০টি পাহাড় কাটার দায়ে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। দোহাজারি-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পে নির্বিচারে পাহাড়কাটায় বাংলাদেশ রেলওয়ে, ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ এন্ড কন্সট্রাকশন লিমিটেড ও ঠিকাদারের প্রতিনিধি মেসার্স হাসান ইন্টারন্যাশনালকে এ জরিমানা করে পরিবেশ অধিদফতর। বুধবার নগরীর খুলশীতে পরিবেশ অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন পরিচালক মোহাম্মদ মোয়াজ্জাম হোসাইন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার রমনা এলাকার তমা কন্সট্রাকশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, সাব ঠিকাদার কক্সবাজারের কলাতলীর হাসান ইন্টারন্যাশনালের মালিক মো. ইলিয়াছ এবং প্রকল্পটিতে রেলওয়ের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমানকে এ জরিমানা করা হয়। 

আগামী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পের জন্য চুনতি ইউনিয়নের রাঙ্গাপাহাড় এলাকায় অনুমোদনের বাইরে ২ কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কেটেছে। তাদের ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু তারা আরো ২০টি বেশি কেটেছে। তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন