শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন ১০দিন বন্ধ ঘোষণা

করোনার প্রভাবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:৫৪ পিএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন দশ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। হাই কমিশনের একাধিক কর্মচারী করোনা আক্রান্ত হওয়ার কারণে বৃহস্পতিবার হাই কমিশন কর্তৃপক্ষ আজ ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত হাই কমিশন বন্ধ ঘোষণা করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাইকমিশন ও আম্পাংয়ের ভিসা সেন্টারও বন্ধ থাকবে। তবে হাইকমিশন খোলার পর আবার সেবা চালু হবে। ইতোমধ্যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না। ১০ জানুয়ারির নিকটতম সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার জানিয়ে দেয়া হবে। এছাড়া ২-৩ জানুয়ারি থেকে জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন