শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সীমান্তহাটের ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া উপজেলা : ফেনীর ছাগলনাইয়ার মোকামিয়া এবং ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তহাটে গতকাল বুধবার দুপুরে সীমান্তহাট ব্যবস্থাপনা কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবময় দেওয়ান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, বিজিবির কোম্পানি কমান্ডার ইমতিয়াজ, রাজস্ব কর্মকর্তা বানী রাণী ভৌমিক ও রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব। ভারতের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, দক্ষিণ ত্রিপুরার ডিএম সিকে জামাতিয়া, এসপি তপন দেব বর্মা, এডিএম তমল মজুমদার, এসডিএম বিপ্লব দাস, এসডিপিও এসকে দাস, পোয়াংবাড়ী ব্লকের চেয়ারম্যান বাবুল সেন, পোয়াংবাড়ীর বিডিও রাজিব দেব, এসি ডাঃ অনিল রামার সেন ও রাজস্ব কর্মকর্তা ব্রজ হরিনাথ। যৌথ সভায় বর্ডার হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিক্রেতার সংখ্যা এবং তাদের সহকারী নিয়োগ, নির্ধারিত পণ্য বিক্রয় নিশ্চিতকরণ, মানি এক্সচেঞ্জ স্থাপন, সিসি ক্যামেরা স্থাপন ও অফিস রুম সজ্জিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সীমান্তহাটে বাংলাদেশী ব্যবসায়ীরা, চানাচুর, চিপস, আলু, তৈরি পোশাক, মাছ, শুটকি, মুরগি, ডিম, সাবান, সিম, সবজি, গামছা, তোয়ালে, কাঠের টেবিল, চেয়ার ও গৃহস্থালির কাজের  ব্যবহৃত লোহার তৈরি পণ্য নিয়ে আসছেন। আর ভারতীয় ব্যবসায়ীরা নিয়ে আসছেন, ফল, সবজি, মসলা, মরিচ, হলুদ, পান, সুপারি, আলু, মধু, বাঁশ ইত্যাদি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন