শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনীদের মিছিলে ইসরাইলের হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

দখলকৃত পশ্চিম তীরে একটি বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে শুক্রবার ইসরাইলি সেনাদের ছোঁড়া রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেলে কমপক্ষে ১৬ ফিলিস্তিনি আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামাল্লা শহরের দেইর জারিরে ইসরাইলের বসতি গড়ার বিরুদ্ধে ফিলিস্তিনিরা এই বিক্ষোভ করেছিল। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে একটি ড্রোন ব্যবহার করে ইসরাইলি সেনারা কয়েক ডজন কাঁদানে গ্যাসের গোলা ছুঁড়ে। গত ২৩ ডিসেম্বর, ইহুদী বসতি স্থাপনকারীরা ইসরাইলি সেনাবাহিনীর ছত্রছায়ায় দেইর জারির গ্রামের শারাফাত পার্বত্য এলাকায় পাহাড়ের চূড়ায় সরঞ্জামাদি ও তাবু স্থাপনের মাধ্যমে একটি জনবসতির গোড়াপত্তন করে। বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের আড়াই শ’ অবৈধ স্থাপনায় চার লাখের বেশি ইহুদী বসতি স্থাপনকারীরা বাস করছে।
ইয়েনি সাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন