বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

স্পেনে প্রথম বাংলাদেশী হিসেবে করোনা ভ্যাকসিন গ্রহন করলেন সিলেটের মীম

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৫:০০ পিএম

স্পেনের বার্সেলোনায় প্রথম বাংলাদেশি হিসেবে করোনাভাইরাসের ফাইজার ভ্যাকসিন গ্রহণ করছেন সিলেটের ফারিহা আক্তার মীম। ১৯ বছর বয়সী মীম ২০০৮ সাল থেকে পরিবারের সঙ্গে বসবাস করছেন স্পেনের পর্যটন শহর বার্সেলোনায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক বনেদি পরিবারের সন্তান মীম। বার্সেলোনার ইস্টিটিউট মিকেল তারাদেই-এ লেখাপড়া করছে সে। পাশাপাশি সেবিকা হিসেবে খন্ডকালীন চাকরি করছেন হসপিটাল রেসিড্যান্সিয়া এল মিলেনারিতে। সেবিকা হিসেবে ২৭ ডিসেম্বর স্পেনে ভ্যাকসিন প্রয়োগের প্রথম ধাপের কয়েকজনের মধ্যে এবং বাংলাদেশিদের মধ্যে প্রথম করোনার ফাইজার ভ্যাকসিন নিলেন মীম। সামান্য ব্যথা ছাড়া অন্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি তিনি। টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মীম জানান, ‘আনন্দিত আমি, আমার প্রত্যাশা বার্সেলোনায় বসবাসরত সকলের পাশাপাশি যেন প্রত্যেক বাংলাদেশিও খুব তাড়াতাড়ি এ প্রতিষেধকটি যেন নিতে পারে।’ তিনি আরও জানান, শতকরা ৫০ ভাগ লোক ভ্যাকসিনটির আওতায় আসলে ভয় দূও হবে করোনার জীবনযাত্রাও হয়ে উঠবে স্বাভাবিক। ’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন