শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোনারগাঁয়ে কনকার কারখানায় আগুন

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৫:০৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপরদী এলাকায় টিভি ফ্রিজ উৎপাদনকারি কনকা ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট। এখনও আগুন নিয়ন্ত্রনে আসেনি।
রোববার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে। অগ্নিকা-ের ঘটনায় সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার বলেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ আশপাশের ১০টি ইউনিট কাজ করছে। বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কেও এখনও কিছু বলা যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ দুলাল মিয়া ৩ জানুয়ারি, ২০২১, ৫:৩১ পিএম says : 0
এইটা আগুন নয় এইটা হলো লোনমাপ করার আগুন আগুন নিজেই দিয়েছেন ।তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে।তদন্ত কমিটি আবার নিজেরা যদি পেট্রল হয়ে যায় তাইলে কাম হারচে ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন