বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় ৯ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৭:৫২ পিএম

মাগুরা জেলা সদর এবং সকল উপজেলাতে বেআইনীভাবে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই কৃষি জমি ব্যবহার, ড্রাম চিমনির ব্যবহার, জ্বলানী কাঠের ব্যবহার ইত্যাদির বিরুদ্ধে রবিবার সারাদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। মাগুরা সদরে রিয়া ও শাপলা ব্রিক্সকে ১ লক্ষ করে মোট ২ লক্ষ টাকা, শ্রীপুরে এসএবি ইটভাটাকে দেড় লক্ষ টাকা, মহম্মদপুরে নদী ব্রিক্সকে ৫০ হাজার টাকা এবং শালিখা উপজেলায় ৫টি ইটভাটায় মোট ৩০ লক্ষ ৫০ হাজার টাকা সর্বমোট ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জেলা ও থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় শালিখা উপজেলা সহকারি কমিশনার ভুমির নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন