শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ধারাবাহিক নাটক পরিচালনায় অভিনেত্রী লাজুক

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

চিত্রনায়িকা ওশেদা সাজ্জাদ লাজুক প্রথমবারের মতো ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। ধরাবাহিকটির নাম পরিবার। এর চিত্রনাট্য করেছেন তিনি নিজে। অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা নাদিয়া, নাদিয়া মিম, কাজল সুবর্ণ, তুষ্টি, জামিল হোসেন, সুব্রত, মিলি বাশার, মাসুম বাশার, নীলা, ম ম মোশেদ প্রমুখ। এর প্রথম পর্ব প্রচার হবে আজ রাত ৮টায় এটিএন বাংলায়। এছাড়া প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার একই সময় প্রচার হবে নাটকটি। সংসারের টানাপড়েন, সুখ-দুঃখ, ভালোবাসা, সংঘাত আর মানবিকতা নাটকের উপজীব্য। লাজুক বলেন, আমার জীবনের প্রথম ধারাবাহিক নাটকটি অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছি। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশাস। উল্লেখ্য, লাজুক চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন ‘আজকের প্রতিবাদ’ সিনেমায়। এ সিনেমার নায়ক সাজ্জাদ হোসেন দোদুলকে বিয়ে করে সংসারী হন। নাটক লেখা এবং অভিনয়ে মনোযোগী হন। এ পর্যন্ত অসংখ্য নাটক লিখেছেন। বাংলাদেশের মিডিয়ায় তিনিই একমাত্র নারী যিনি হাজার পর্বের ধারাবাহিক ‘সংঘাত’ নাটক লিখে প্রশংসিত হয়েছেন। পরিচালনা করেছেন অসংখ্য একক নাটক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন