শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইইউর কড়া সমালোচনায় বায়োএনটেক-ফাইজার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সঠিক সময়ে পর্যাপ্ত ক্রয়াদেশ না দেয়ায় এখন অধিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বায়োএনটেক-ফাইজার। ইউরোপে ভ্যাকসিন স্বল্পতার শঙ্কায় এখন উৎপাদন বাড়িয়ে দিতে হচ্ছে তাদের। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার জন্য ইইউর কড়া সমালোচনা করছেন তারা। যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র দ্বারা অনুমোদিত হওয়ার পর গত মাসে বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দেয় ইইউ। অন্যদিকে উপরোক্ত দেশগুলোসহ অন্য অনেক দেশ ইইউকে পেছনে ফেলে মডার্না কিংবা অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকেও অনুমোদন দিয়েছে। এরপর থেকে ইইউর ভ্যাকসিন কার্যক্রম নিয়ে ক্রমেই সমালোচনা শুরু হতে থাকে। বায়োএনটেকের প্রধান উগার সাহিন জার্মান সংবাদ মাধ্যম ডার স্পিয়েগেলকে বলেন, ইউরোপের অর্ডার প্রক্রিয়া অন্য দেশগুলোর মতো দ্রুত ও স্বতঃস্ফূর্ত নয়। কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও সাহিনের স্ত্রী ওজলেম টুরেসি বলেন, পরিস্থিতি খুব একটা ভালো নয়, ইইউ হয়তো ধারণা করেছিল এক সময়ে একাধিক ভ্যাকসিন হয়তো প্রস্তুত হয়ে যাবে। তাহলে তারা বিস্তৃতভাবে অর্ডার দিতে পারবে। তারা হয়তো মনে করেছিল, বিভিন্ন ভ্যাকসিনের সরবরাহ যথেষ্ট থাকবে। যেখান থেকে তারা নিজেদের পছন্দমতো বেছে নিতে পারবে। এ ধরনের মনোভাব বোধগম্য। কিন্তু এরপর একটা পর্যায়ে এটা স্পষ্ট হয় যে, অনেকে হয়তো দ্রুত ভ্যাকসিন সরবরাহ করতে পারবে না। কিন্তু যখন তারা এটি বুঝতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন