বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে গৃহ নির্মাণের অগ্রগতি পরিদর্শনে প্রকল্প পরিচালক

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফরিদপুরের নয় উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত হচ্ছে এক হাজার চারশ’ ৭০টি ঘর। এসব ঘর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন। এসময় তিনি কাজের মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

জেলার সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী পরিদর্শন শেষে সুবিধাভোগীদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এরই মধ্যে প্রায় ৯০ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি সরকার নির্ধারিত সময়ে অর্থাৎ এই মাসে যেকোন দিন বা সুবিধাজনক সময়ে আমরা হস্তান্তর করতে সক্ষম হবো।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তারা মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের নড়িখালী এবং জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুর গ্রাম পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন