শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাদীর বিরুদ্ধেই মামলার নির্দেশ হাইকোর্টের

হত্যা মামলায় ‘আপসনামা’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

মিথ্যা তথ্যে মামলার অভিযোগে বাদীর মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ দিযেছেন হাইকোর্ট। চট্টগ্রাম হাটহাজারির রমান্দ্র পালিতকে (৬৫) হত্যা করা হয় ২০০৫ সালে। এ ঘটনায় তার মেয়ে জামাই বিপ্লব খাস্তগীর বাদী হয়ে মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় মো. ফোরকানকে। হাইকোর্টে তার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ উপরোক্ত আদেশ দেন। আবেদনে সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্যাহ। তিনি জানান, চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ফটিকছড়ি এলাকার বাসিন্দা রমান্দ্র পালিত। চাকরি শেষে তিনি যে টাকা পান তা একই এলাকার মো. ফোরকানকে ঋণ দেন। এ টাকা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিলো। সেই বিরোধের জেরে ২০০৫ সালে ফোরকান রমান্দ্র পালিতকে হত্যা করেন-মর্মে এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় রমান্দ্র পালিতের মেয়ের জামাই বিপ্লব খাস্তগীর হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৬৪ ধারায় মো. ফোরকান কীভাবে রমান্দ্র পালিতকে হত্যা করেছেন মর্মে তিনি জবানবন্দী দিয়েছেন। এ মামলঅয় ইতোমধ্যে তিন জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এরপর মামলার বাদী বিপ্লব খাস্তগীর হাইকোর্টে এসে ‘আপসনামা’ দাখিল করেন। এতে তিনি জানান,এই মামলা চালানোর আর আমাদের কোনও প্রয়োজন নেই। তাকে জামিন দিলেও আমাদের কোনও আপত্তি নেই। আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না।

তবে সেই আপসনামা দেখে হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেন, ৩০২ ধারার অধীনে দায়েরকৃত কোনও মামলা আপস হতে পারে না। একটা হত্যাকান্ড হয়েছে। লাশ পাওয়া গেছে। ১৬৪ ধারায় আসামি স্বীকার করেছে যে, এইভাবে মানুষটাকে আমি হত্যা করেছি। এই মামলা আপস হয় কীভাবে? পরে হাইকোর্ট মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করায় উষ্মা প্রকাশ করেন। আদালত মন্তব্য করেন, ‘যেহেতু বাদী নিজেই আসামির জামিন চাচ্ছেন, তাই আমরা জামিন দিলাম। কিন্তু বাদী যে মিথ্যা তথ্য দিলেন, এ কারণে হাটহাজারী থানাকে নির্দেশ দিচ্ছি, বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন