শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনার নতুন স্ট্রেইনের কারণে জাপানে ঘোষণা আসছে জরুরি অবস্থার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ৯:৪২ পিএম

করোনা থেকে রক্ষা পেতে টোকিও, সাইতামা, কানাগাওয়া ও চিবা রাজ্যের মুখ্যমন্ত্রীদের পক্ষ থেকে দ্রুত জরুরি অবস্থা ঘোষণার আহবান জানানো হয়েছিলো। তাদের আহবানে সাড়া দিয়ে দেশটির প্রধানমন্ত্রী চলতি সপ্তাহে এ চার রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করবেন। সোমবার জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এক বক্তব্যে বলেন, করোনার নতুন স্ট্রেইন জাপানে ধরা পড়েছে। আক্রান্তও হয়েছেন অনেক মানুষ। -সিএনএন

জাপানকে করোনা থেকে রক্ষা করতে চলতি সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী সুগা আরও বলেন, প্রয়োজন হলে সামরিক বাহিনীর চিকিৎসকদেরও জনসাধারণের চিকিৎসায় নিযুক্ত করা হবে। সব হাসপাতালগুলোকে করোনার চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। গত রোববার পর্যন্ত করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫০ জন। মারা গিয়েছেন ১৫০ জন। শুধু টোকিওতে গত রোববার পর্যন্ত ৮১৬ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে সবচেয়ে ঝুঁকিতে আছে টোকিও। করোনার প্রথম পর্যায়ে জাপান জরুরি অবস্থা ঘোষণা করেছিলো। তখন স্কুল, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস বন্ধ ছিলো। অপ্রয়োজনে মানুষের ঘরের বাইরে যাওয়া নিষেধ ছিলো। এখন জরুরি অবস্থা জারি হলে কি বিধি নিষেধ থাকবে, তা বলেননি প্রধানমন্ত্রী সুগা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন