বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সহযোগী শঙ্খ বেপারিকে গ্রেফতার করল দুদক

নাগালের বাইরে পিকে হালদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

এনআরবি গ্লোবাল ব্যাংক এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশাসান্ত কুমার (পিকে হালদার) হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ বেপারিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল সোমবার বেলা ১২টা থেকে সেগুনবাগিচা দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সংস্থার উপ-পরিচালক মো. সালাহউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই তাকে আদালতে পাঠিয়ে দেয়া হয়। দুদক সূত্র জানায়, রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় আত্মীয়স্বজনকে দিয়ে ৩৯টি প্রতিষ্ঠান গড়ে তোলেন পিকে হালদার। এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে থাকা ৮৩ জনের ব্যাংক হিসাবের মাধ্যমে কৌশলে ৩ হাজার ৬শ’ কোটি টাকা হাতিয়ে নেন। এ ক্ষেত্রে সহযোগিতা করেন শঙ্খ বেপারি মতো অনেকে। এরই মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। সব মিলিয়ে ৩ হাজার ৬শ’ কোটি টাকা তিনি আত্মসাৎ করেন-মর্মে সংবাদ মাধ্যমে প্রকাশ। এসব অর্থ নিয়ে তিনি বিদেশ পালিয়ে যান। পরে অক্টোবরে দেশে ফেরার আগ্রহ দেখান। কিন্তু হাইকোর্ট নির্দেশ দেন দেশে ফিরলে যেন তাকে বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। হাইকোর্ট থেকে পুলিশের মহাপরিদর্শকের প্রতি এমন আদেশ দেয়ার পর তিনি আর ফেরেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন