শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিজাব অনুমোদন করল স্কটল্যান্ড পুলিশ

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিরাপত্তা বাহিনীতে মুসলিম নারীদের উৎসাহী করতে ইউনিফর্মে হিজাব অনুমোদনের ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড পুলিশ। আগে থেকেই স্কটল্যান্ড পুলিশে মুসলিম নারীরা তাদের মাথা ঢেকে রাখতে পারতেন। আনুষ্ঠানিক এ ঘোষণার ফলে এখন থেকে তারা ইউনিফর্মে ঐচ্ছিক পোশাক (অপশনাল) হিসেবে এটি ব্যবহার করতে পারবেন। অবশ্য প্রায় এক দশক আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাদের ইউনিফর্মে হিজাবের অনুমোদন দিয়েছে। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, সেবার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব গড়ে তুলতে তারা কাজ করছে। এ সিদ্ধান্ত তারই ফল। স্কটল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ফিল গর্মলেবলেন, এ ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। মুসলিম ও অন্য সম্প্রদায় এবং পুলিশ কর্মকর্তা ও অন্য স্টাফ যে সহায়তা করেছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি। তিনি বলেন, অন্য চাকরি মতো বিশেষ করে জনসেবা খাতে আমরা সম্প্রদায়ভিত্তিক সেবা নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছি। ফিল গর্মলে আশা প্রকাশ করে বলেন, ইউনিফর্মে হিজাব যোগ হওয়ায় পুলিশ বিভাগ আরও বৈচিত্র্যপূর্ণ হল। তারা তাদের মেধা, অভিজ্ঞতা ও ব্যক্তিগত প্রজ্ঞা দিয়ে স্কটল্যান্ড পুলিশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Abir ২৬ আগস্ট, ২০১৬, ১২:৫৩ পিএম says : 0
Good work
Total Reply(0)
Rezbul Haque ২৬ আগস্ট, ২০১৬, ১২:৫৩ পিএম says : 0
every should do this
Total Reply(0)
Abdus Salam ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ পিএম says : 0
Very good order. Thanks for Allah and Scottish police.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন