বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভয়াবহ কুয়াশায় ঢেকে গেল ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম


দেখে যেন মনে হয় কুয়াশার এক রাজ্য। রোববার এমনই ভয়াবহ কুয়াশায় ঢেকে যায় ইসরাইলে। দেশটির অর্থনৈতিক কেন্দ্র বলে পরিচিত তেল আবিব শহর একেবারেই অদৃশ্য হয়ে যায়। তবে বিকেলের দিকে কুয়াশা কেটে যায়। ভিডিওতে দেখা যায়, শহরের সড়ক, ছোট ছোট বাড়ি, সুউচ্চ ভবনসহ বিভিন্ন স্থাপনা কুয়াশায় ঢাকা। রাস্তা থেকে হাত বাড়ালেই স্পর্শ করা যাচ্ছিল কুয়াশা। এদিন কুয়াশার কারণে তেল আবিবের সড়কে ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। জানা যায়, কুয়াশাটি সমুদ্র থেকে উৎপন্ন হয়ে উপক‚লীয় সমভ‚মি এবং অন্যান্য অঞ্চলে আর্দ্রতা বাড়িয়ে তোলে। এতে পুরো তেল আবিব আচ্ছন্ন হয়ে যায়। যা ১৯৪৮ সালে আধুনিক ইসরাইল প্রতিষ্ঠার পর সবচেয়ে খারাপ অবস্থা। এদিকে হঠাৎ এমন কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। হারেৎজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন