শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৭২৯টি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নির্মাণের অনুমতি না থাকার অজুহাতে গত বছর ৭২৯টি ফিলিস্তিনি ভবন গুড়িয়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। মানবাধিকার বিষয়ক ইসরাইলি সংস্থা বি’সলেমের সোমবার এমনই তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, ‘ইসরাইল তাদের নীতিমালার অজুহাত দেখিয়ে এক হাজার ছয়জন ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে। ফিলিস্তিনিদের ২৭৩টি বাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে।’ তারা বলছে, ইসরাইল আবাসিক ৪৫৬টি কাঠামো ভেঙ্গে দিয়েছে। এছাড়াও ফিলিস্তিনিদের প্রয়োজনীয় মানবিক সুবিধা এবং পানি ও বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বি’সলেম আরো বলছে, ইসরাইলি দখলদার বাহিনী ২০২০ সালে সাত নাবালকসহ ২৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বি’সলেম পশ্চিম তীরে ফিলিস্তিনি হত্যার ১৬টি মামলার তদন্ত করে। তদন্তে দেখা যায়, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জনকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। তারা কেউই নিরাপত্তা বাহিনীর সদস্য বা অন্যদের জীবননাশের হুমকি কারণ ছিল না বলেও সংস্থাটি জানিয়েছে। সংস্থাটি ২০২০ সালে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ২৪৮টি হামলা নথিভুক্ত করেছে। ফিলিস্তিনিদের বাড়িতে পাথর নিক্ষেপ করা থেকে শুরু করে কৃষক ও তাদের সম্পত্তিকে লক্ষ্য করে ৮০টির মতো গাছ ও অন্যান্য ফসলের ক্ষতি করেছে। যার ফলস্বরূপ তিন হাজারের বেশি গাছ নষ্ট হয়ে গেছে। ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনি গ্রাম ও শহরগুলোতে কমপক্ষে তিন হাজারবার অভিযান চালিয়ে দুই হাজার ৪৮০টির মতো বাড়ি লÐভÐ করেছে। বি’সলেম বলেছে, ২০২০ সালের মধ্যে দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলিরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি তিন হাজার ৫৪৪টি চেকপয়েন্ট বসিয়েছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনী কমপক্ষে দুই হাজার ৭৮৫ জন ফিলিস্তিনিকে বন্দী করেছে বলেও সংস্থাটি জানিয়েছে। ইয়েনি সাফাক।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন