মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নাটোর জেলায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নতুন ভূমি জরিপ কার্যক্রম সমাধান হলে জমি সংক্রান্ত যাবতীয় জটিলতার নিরসন হবে। এই কার্যক্রমের মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাঙ্খিত লক্ষে আমরা আরো একধাপ এগিয়ে যাব। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার সিতারা বেগম। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার তামান্না নাসরিন উর্মী, নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. রনী খাতুন, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভ‚ঁঞা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন