বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাচার খুনিদের ফাঁসির দাবিতে হাতে ব্যানার নিয়ে শিশু লাম ইয়ালিব

ঠাকুরগাঁও প্রতিনিধি | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৩:৩১ পিএম

শিশু লাম ইয়ালিব(৬)। জন্মের পর থেকেই চাচা তোয়াবুর রহমানের কোলে করেই বেড়ে উঠেছেন তিনি। প্রতিদিন সকাল হলেই যে বাসায় হাসি খুশিতে মেতে উঠতেন সকলেই। হঠাৎ চাচার মৃত্যুতে যেন থমকে গেলো শিশু লাম ইয়ালিবের হাসি।

“আসামীদের বিচার চাই-খুনিদের ফাঁসি চাই” এমনি লিখা একটি ব্যানার হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন চাচার খুনিদের ফাঁসির দাবিতে।

বুধবার(০৬ জানুয়ারি) দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত তোয়াবুর রহমানের খুনিদের ফাঁসির দাবিতে করা মানববন্ধনে এমনি একটি দৃশ্য চোখে পড়ে।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়।

নিহতের স্ত্রী খায়রুমা বেগম, ছেলে সাব্বির হোসেন সান, নিহতের ভাই ইউসুফ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,তোয়াবুর রহমানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো খুনীরা। এমন নৃশংস ঘটনার দ্রæত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই আমরা।

উল্লেখ্য: গত বছরের ২০ ডিসেম্বর রবিবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় তোয়াবুর রহমান (৫৮) নামের নিহত হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খায়রুমা বেগম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরপরেই চারজন আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম বলেন,জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শহীদ হোসেনের স্ত্রী গলেনুর বেগম, মাহাবুব হোসেনের স্ত্রী আইরিন আক্তার, আলতাফুর রহমানের স্ত্রী ইয়াসমিন, আবুল কালাম আজাদের স্ত্রী উম্মে হানি। এছাড়াও বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন