শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশি শ্রমিক নিতে লিবিয়ার আগ্রহ প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৪:২৯ পিএম

সরকারি সেবাখাত, স্বাস্থ্য ও বেসরকারি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে চায় লিবিয়া। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গত সোমবার লিবিয়ায় বাংলাদেশি বিদায়ী রাষ্ট্রদূত শেখ ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা জানিয়েছেন লিবিয়ায় আন্তর্জাতিক স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল একড্রের (জিএনএ) পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ সায়ালা। এ খবর দিয়েছে অনলাইন লিবিয়া অবজারভার। এতে আরো বলা হয়, সোমবার ছিল লিবিয়ায় বাংলাদেশি ওই রাষ্ট্রদূতের সরকারি দায়িত্বের শেষ দিন। এ উপলক্ষে তিনি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া শাখার মতে, এ সময় দু’পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার প্রচেষ্টার প্রশংসা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ মোহারম হোসেন ২৮ জানুয়ারি, ২০২৩, ৬:২৮ পিএম says : 0
যুদ্ধের সময় লিবিয়া থেকে আমরা যারা ফেরট আসছিলাম তাদের কে আবার ও নিয়ে যাবা উচিত খরচ ছাড়া কারন আমরা তো ওই সমায় কেও কামাতে পারি নি। আমি মনে করবো বাংলাদেশ সরকারকে এই বিষটা মাথায় নেওয়া উচিদ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন